ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

জাবি শিক্ষার্থীদের ওপর হামলা :প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে মামলার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে জাবি প্রশাসনকে মামলার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। একই সময় আরও ৬টি দাবির কথা জানায় তারা।


তাদের দাবির মধ্যে রয়েছে- এ হামলার বিচার করতে হবে; ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে হবে; গেরুয়াতে যেসব শিক্ষার্থী রয়েছে পুলিশি হেফাজতে তাদের ক্যাম্পাসে আনতে হবে; শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হল খুলে দিতে হবে; আহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ জাবি প্রশাসনকে দিতে হবে; ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে; এ ঘটনার দায়ভার কোনো শিক্ষার্থী নেবে না।


প্রসঙ্গত, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। ওই ঘটনায় জাবির অন্তত ৩৭ জন শিক্ষার্থী আহত হন।

ads

Our Facebook Page